ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ‘প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ক প্রশিক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণার্থীগণের সংখ্যা ও তালিকা প্রেরণ সংক্রান্ত ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'Dissemination of New Curriculum' স্কিমের আওতায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপজেলা পর্যায়ের প্রশিক্ষকগণের ০৫ (পাঁচ) দিনব্যাপী 'প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সারাদেশের জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে শীঘ্রই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে যে সকল শিক্ষক ইতোপূর্বে ৩৬ ক্লাস্টারে ৮ম ও ৯ম শ্রেণির জন্য উপজেলা পর্যায়ের প্রশিক্ষকগণের প্রশিক্ষণে 'ডিজিটাল প্রযুক্তি' বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তাঁদের তালিকা প্রয়োজন।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় কর্তৃক সংযুক্ত ছক মোতাবেক উল্লিখিত তালিকা আগামী ২৮ মার্চ, ২০২৪ খ্রি. তারিখের মধ্যে ইমেইলে প্রেরিত গুগল ফরমের লিংকে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি